Welcome to beautiful natore || natore || natore, rajshai || Historical Place of Bangladesh || নাটোর || নাটোর, রাজশাহী, বাংলাদেশ || rani bhabani || Natore Rajbari || Dighapatia Rajbari || Uttara Ganabhaban || Chalan Beel || Banalata Sen
আজ বুধবার, ৭ আশ্বিন ১৪২৮ বঙ্গাব্দ, ২২ সেপ্টেম্বর ২০২১ দুপুর ১:৩২গুরুদাসপুর উপজেলা


আয়তন ১৯৯.৪০ বর্গ কিমি। উত্তরে নাটোর জেলার সিংড়া উপজেলা ও সিরাজগঞ্জ জেলার তাড়াশ উপজেলা, পূর্বে সিরাজগঞ্জ জেলার তাড়াশ উপজেলা ও পাবনা জেলার চাটমোহর , দক্ষিণে- নাটোরের বড়াইগ্রাম উপজেলা, পশ্চিমে নাটোরের সদর উপজেলা অবস্থিত।প্রধান নদী আত্রাই ও গুর।

উপজেলা শহর ৯টি ওয়ার্ড নিয়ে গঠিত। আয়তন ১৩.৬ বর্গ কিমি। পৌরসভা সৃষ্টি ১৯৯১ সালে।গুরুদাসপুর থানা সৃষ্টি ১৯১৭ সালে এবং থানাকে উপজেলায় রূপান্তর করা হয় ১৯৮৪ সালে।

কথিত আছে জনৈক বিখ্যাত গুরুদাস মাঝির নাম অনুসারে গুরুদাসপুর এর নামকরণ করা হয়।

গুরুদাসপুর, ধারাবারিষা, সিধুলী, নারীবাডী ও চন্দ্রপুরে ইংরেজ শাসন আমলে নীল কুঠি ছিল। থানার অনতিদুরে পলশুরা পাটপাড়া গ্রামে তিন শতাধিক বছর পূর্বে মুঘল আমলে নির্মিত একটি ক্ষুদ্র প্রাচীণ মসজিদ ছিল। অধুনা তা সংস্কার করে ব্যবহার করা হচ্ছে। খুবজীপুর ইউয়িনের পিপলা গ্রামেও মোঘল আমলে একটি মসজিদ ছিল। এই উপজেলার সর্ব দক্ষিণ অংশে চাপিলা ইউনিয়নের অন্তর্গত চাপিলা গ্রামে মোঘল শাসনামলে মোঘল কাচারী বাড়ী ছিল। জানা যায়, রাজশাহী জেলার পূর্বাংশে তরফে চাপিলার রাজধানী কাচারী অধীনে ছিল। এখানে অপরাধীদের শাসিতের জন্য অন্ধকুপ জেল, ফাঁস, শুন প্রভৃতি ব্যবস্থা ছিল। এখানকার কেল্লাতে মোঘল সৈন্যদের ঘাটি ছিল। চাপিলা পশ্চিম পাড়ায় মোঘল আমলে সুপ্রাচীন মসজিদ ছিল । স্থানীয় লোকেরা মসজিটি সংস্কার করে ব্যবহার করছে। চাপিলা গ্রামে ৩ শতাধিক পুকুর ও অসংখ্যক দালান কোঠা প্রাচীন ইষ্টকরাজি দেখে বুঝা যায় চাপিলা এককালে সমৃদ্ধ নগর ছিল। মোঘল শাসনামলে কিছুকাল চাপিলাতে রাজশাহী জেলা সদর ও চাপিলা পরগনার কেন্দ্র স্থল ছিল। ইস্ট ইন্ডিয়া কোম্পানির আমলে ১৭৯৩ খ্রিঃ ম্যালেরিয়ায় আধিক্যহেতু চাপিলা হতে রাজশাহী জেলা সদর নাটোরে স্থানান্তরিত হয়। প্রায় ৩০ বছর পর নাটোর অস্বাস্থ্যকর বিবেচনায় ১৮২১ খ্রিঃ রাজশাহী জেলা সদর রামপুর বোয়ালিয়া বর্তমানে রাজশাহী স্থানান্তরিত হয়।

এক নজরে গুরুদাসপুর উপজেলা

আয়তন

১৯৯.৪০ বর্গ কিঃমিঃ

জনসংখ্যা

১,৯৪,২২৪ জন

ঘনত্ব

১.১৫

নির্বাচনী এলাকা

৬১ নাটোর-৪

খানা/ইউনিয়ন

ইউনিয়ন- ৬টি, পৌরসভা-১টি

মৌজা

১০৬ টি

সরকারী হাসপাতাল

১টি

স্বাস্থ্য কেন্দ্র/ক্লিনিক

১+৫=৬টি

পোষ্ট অফিস

১+৭=৮টি

নদ-নদী

১১টি

হাট-বাজার

২০টি

ব্যাংক

৮টি

অনলাইনে আছেন
২ জন অতিথী

সর্বমোট দেখা হয়েছে
১৯৩৬৩৫ বার।
© সর্বসত্ত্ব সত্ত্বাধিকার ২০১২ আমাদের নাটোর ডট কম
ceyhan haber,ceyhan sondakika,ceyhan radyo televizyon,crt haber,crt canli yayin,crt radyo